বেজিং, ২৭ নভেম্বরঃ অবশেষে নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে শুভেচ্ছা জানালেন চিনা প্রেসিডেন্ট শি জিনপিং। বাকি রইলেন শুধু রুশ প্রেসিডেন্ট পুতিন। বুধবার শুভেচ্ছাবার্তা পাঠিয়ে জিনপিং বলেন, মার্কিন মুলুকের পূর্ণাঙ্গ নির্বাচনী ফলাফল সম্পর্কে নিশ্চিত হয়েই আপনাকে জয়ের জন্য অভিনন্দন জানালাম। এবার চিনের সঙ্গে দ্বিপাক্ষিক, বাণিজ্যিক ও কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক, স্বাস্থ্যকর এবং স্থায়ী হবে বলেও আশা করেন তিনি।
যদিও ১৩ নভেম্বর চিনা বিদেশমন্ত্রক বাইডেনকে শুভেচ্ছা জানিয়েছিল। কিন্তু প্রেসিডেন্ট জিনপিং এতদিন চুপ ছিলেন। ৩ নভেম্বর নির্বাচনের ২২ দিন পর নীরবতা ভাঙলেন তিনি। একইসঙ্গে চিনের ভাইস প্রেসিডেন্ট ওয়াং কুইসাং এদিন মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে শুভেচ্ছা জানান। উল্লেখ্য, ট্রাম্পের আমলে চিনের সঙ্গে সম্পর্কে মারাত্মক অবনতি হয়, অতীতে যা কখনও হয়নি।
একটি মন্তব্য পোস্ট করুন