চলতি মরশুমে বয়স্ক ফুটবলার জ্বালাতান ইব্রাহিমোভিচের কাঁধে ভর দিয়ে দুরন্ত গতিতে এগিয়ে চলেছে এসি মিলান। প্রতি ম্যাচে গোল করার পাশাপাশি দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন তিনি। এবার সেই মিলান শিবিরে খারাপ খবর এলো ইব্রাকে ঘিরে। মিলানের প্রাণ ভোমরা পেশিতে চোট পেয়েছেন। আর এতে তিনি কমপক্ষে দুই সপ্তাহের জন্য মাঠের বাইরে চলে গেলেন।
শেষ ম্যাচে নাপোলির বিপক্ষে ৩-১ গোলে জেতা ম্যাচটাতেই এই চোট পান তিনি।সেই ম্যাচে জোড়া গোল করে সিরি এ লিগের চলতি মরশুমে সর্বোচ্চ গোলদাতাও হন ইব্রা।১০ গোল করে রোনাল্ডোর ওপরেই রয়েছেন তিনি। এই অবস্থায় তাকে সব প্রতিযোগিতা মিলিয়ে ৬ ম্যাচের জন্য পাচ্ছে না তার দল। এদিন এসি মিলানের এক মুখপাত্র জানিয়েছেন, ইব্রাহিমোভিচের সুস্থ হতে কমপক্ষে দুই থেকে তিন সপ্তাহ লাগতে পারে। ফলে ইউরোপা লিগে দুটি ম্যাচে তার থাকা হচ্ছে না।
একটি মন্তব্য পোস্ট করুন