পুবের কলম ওয়েব ডেস্ক: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চার ম্যাচের টেস্ট সিরিজের আগে দু’দলের মধ্যে তিন ম্যাচের ওয়ানডে এবং তিন ম্যাচের টি-২০ সিরিজ খেলা হবে। আর এই দুটি সিরিজে ভালো ফল করতে না পারলে, টেস্ট সিরিজে ভারত হোয়াইটওয়াশ হয়ে যাবে বলে মনে করছেন অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক মাইকেল ক্লার্ক।
একটি সংবাদ মাধ্যমে ক্লার্ক বলেন, ‘ওয়ানডে এবং টি-২০ সিরিজে কোহলিকে দায়িত্ব নিয়ে এবং সামনে থেকে দলকে লিড করতে হবে। ও যদি দলকে একটা ছন্দে নিয়ে আসতে পারে, তাহলে সেটা টেস্ট সিরিজে কাজে লাগবে। আর সেটা না হলে, ভারত ০-৪ টেস্ট সিরিজ হেরে যেতে পারে। ’
একটি মন্তব্য পোস্ট করুন