রাঁচি, ২৪ নভেম্বরঃ জম্মু-কাশ্মীর ও হিমাচলে হওয়া তুষারপাত এবং পশ্চিমী ঝঞ্ঝার ঠাণ্ডা হাওয়ায় রাঁচিতে শীতের প্রকোপ বাড়িয়ে দিয়েছে। সোমবার রাঁচিতে গত দু’বছরে সবচেয়ে বেশি ঠাণ্ডা পড়েছে বলে জানায় আবহাওয়া দফতর। রাঁচির নিম্নতম তাপমাত্রা ১০.১ ডিগ্রি। আবহাওয়া দফতরের মতে, গত দু-তিনদিন রাঁচির সর্বনিম্ন তাপমাত্রা ১০-১২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করবে।
আবহাওয়া দফতর জানাচ্ছে, বঙ্গোপসাগরে নিম্নচাপের সৃষ্টি হয়েছে। গত ২৪ ঘণ্টায় সাইক্লোনিক সার্কুলেশনে পরিবর্তিত হতে পারে। এ কারণে ঠাণ্ডা হাওয়া তার দিক পরিবর্তন করবে। যে কারণে বৃহস্পতিবার এবং শুক্রবার রাঁচিতে আকাশ মেঘলা থাকবে। তবে বৃষ্টির সম্ভাবনা নেই। ফলে, ২৬ এবং ২৭ নভেম্বর শীতের আমেজ কমবে।
একটি মন্তব্য পোস্ট করুন