শ্রীলঙ্কার ফ্লাইট ধরতে পারেননি গল গ্ল্যাডিয়েটর্সের অধিনায়ক শাহিদ আফ্রিদি। যার ফলে তাঁকে রেখে শ্রীলঙ্কায় চলে গেল এলপিএলের ফ্লাইট।আর এই বিষয়টি নিশ্চিত করেছেন খোদ আফ্রিদি। ফ্লাইট মিসের সঙ্গে সময় ও কোয়ারেন্টাইন ইস্যু মিলিয়ে এলপিএলে গলের প্রথম দুই ম্যাচে আফ্রিদির খেলা অনিশ্চিত। দুই দিন আগেই দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল আফ্রিদির। পাকিস্তান থেকে শ্রীলংকার ফ্লাইট মিস করে এখন বুধবারের আগে আসতে পারছেন না। যদিও আফ্রিদিকে দুশ্চিন্তা করতে বারণ করেছেন গল সমর্থকদের। শ্রীলঙ্কায় আসার পর পরেই মাঠে নামতে পারবেন না আফ্রিদি। প্রথমে তিন দিনের সেলফ কোয়ারেন্টাইনে থাকার পর বায়ো বাবলে ঢোকার জন্য আরও কয়েক দিন অপেক্ষা করতে হবে। যার ফলে আগামী ২৬ নভেম্বর থেকে শুরু টুর্নামেন্টের অন্তত প্রথম দুইটা ম্যাচ মিস করছেন।
একটি মন্তব্য পোস্ট করুন