পুবের কলম প্রতিবেদক: করোনা পরিস্থিতিতে বিগত প্রায় আট মাস ধরে বন্ধ রয়েছে স্কুল-কলেজ। ফলে অন্যান্যদের মতো আগামী বছরের উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদেরও পঠন-পাঠন ব্যাহত হচ্ছে। এবার উচ্চমাধ্যমিকের পরীক্ষার জন্য নেওয়া হবে না টেস্ট, ফলে নয়া পাঠক্রমে কেমন হবে প্রশ্নের ধরন? উত্তরগুলিও-বা কেমন করে লিখতে হবে? এ নিয়েই ছাত্রছাত্রীদের মনে দেখা দিচ্ছে প্রশ্ন। অভিভাবকরাও কিছুটা চিন্তিত। সেই সমস্যা নিরসন করতে এগিয়ে এল পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের প্রশ্নের ধরন ও উত্তর লেখার কৌশল শেখাতে সংসদ এবার কলা বিভাগের ৯টি বিষয়ের জন্য প্রকাশ করল বই। ২০১৫ থেকে ২০১৯ সাল মিলিয়ে বিগত পাঁচ বছরের প্রশ্নোত্তর সংবলিত ওই বই ছাত্রছাত্রীদের জন্য সহায়ক হবে বলেই মনে করছেন পশ্চিমবঙ্গ শিক্ষা সংসদের সভাপতি মহুয়া দাস।
সম্প্রতি এক বিজ্ঞপ্তিতে বই প্রকাশের কথা জানিয়েছেন সংসদ। উচ্চমাধ্যমিক সংসদের তরফে জানানো হয়েছে, তাদের অ্যাকাডেমিক বিভাগের তত্ত্বাবধানে ইংরাজি, সংস্কৃত, নিউট্রিশন, শিক্ষাবিজ্ঞান, ভূগোল, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, দর্শন ও সমাজবিজ্ঞান মিলিয়ে ৯টি বিষয়ে উচ্চমাধ্যমিক পরীক্ষার প্রশ্ন-উত্তরের বই প্রকাশ করা হয়েছে। বইগুলির মাধ্যমে ছাত্রছাত্রীরা প্রভূত উপকৃত হবে বলে আশা ব্যক্ত করেছেন মহুয়া দাস। তিনি জানান, আগামী ১ ডিসেম্বর থেকে ওই বইগুলি অতি স্বল্পমূল্যে সংসদের কেন্দ্রীয় ও আঞ্চলিক অফিস থেকে সংগ্রহ করা যাবে।
একটি মন্তব্য পোস্ট করুন