ঘরের মাঠে ফেরেঙ্কভারোসের বিপক্ষে ২-১ গোলের জয়ে চ্যাম্পিয়নস লিগে শেষ ষোলোর টিকিট নিশ্চিত করলো জুভেন্টাস। এ ম্যাচে গোল করেছেন রোনাল্ডো। অন্য গোলটি করেছেন আলভারো মোরাতা। এই জয়ের ফলে ৪ ম্যাচে ৯ পয়েন্টে নিয়ে গ্রুপ টেবিলের দ্বিতীয় স্থানে জুভেন্টাস। জুভেন্টাস ঘরের মাঠে প্রথমে গোল হজম করে চাপে পড়ে গিয়েছিল। তবে দলের প্রয়োজনের সময় জ্বলে উঠেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।পরে অতিরিক্ত সময়ে গোল করেছেন আলভারো মোরাতা।
এ দুই গোলের সুবাদে উয়েফা চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর টিকিট নিশ্চিত হল। ম্যাচটিতে তুলনামূলক দুর্বল দল ফেরেঙ্কভারোস দল ছিল জুভেন্টাসের প্রতিপক্ষ। রোনাল্ডো বাম পায়ের জোরালো শটে চ্যাম্পিয়নস লিগের চলতি আসরে নিজের প্রথম ও সবমিলিয়ে ১৩১তম গোলের মাধ্যমে জুভেন্টাসকে সমতায় ফেরান। ম্যাচ যখন ১-১ গোলের সমতায় শেষ হওয়ার পথে, তখনই দলকে উদ্ধার করেন জুভেন্টাসের স্প্যানিশ ফরোয়ার্ড আলভারো মোরাতা। এ জয়ের ফলে ‘জি' গ্রুপ থেকে দ্বিতীয় দল হিসেবে ৪ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে নকআউট নিশ্চিত করেছে জুভেন্টাস।
একটি মন্তব্য পোস্ট করুন