এর বাইরে ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক জো রুট, কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন, প্রাক্তন অজি তারকা স্টিভ স্মিথ রয়েছেন তালিকায়। আইসিসি ওয়ানডের দশক সেরা ক্রিকেটারের তালিকাও প্রকাশ করবে। আপাতত ওই তালিকায় বিরাট কোহলি, লাসিথ মালিঙ্গা, মিশেল স্টার্ক, এবি ডি ভিলিয়ার্স, রোহিত শর্মা, এমএস ধোনি এবং কুমার সাঙ্গাকারার নাম থাকার বিষয়টি জানানো হয়েছে। আইসিসির দশক সেরা মহিলা ক্রিকেটারের তালিকায় এলিসা পেরি (অস্ট্রেলিয়া), মেগ লেনিং (অস্ট্রেলিয়া), সুজি বেটস (নিউজিল্যান্ড), স্টেফানো টেইলর (ওয়েস্ট ইন্ডিজ), মিতালি রাজ (ভারত) এবং সারা টেইলর (ইংল্যান্ড) রয়েছেন।
একটি মন্তব্য পোস্ট করুন