ওয়াশিংটন, ২৫ নভেম্বরঃ ঘর গোছানো শুরু করে দিলেন নব নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বিদেশমন্ত্রী সহ মোট ৭ গুরুত্বপূর্ণ কর্ম কর্তার নাম সংবলিত প্রথমদফার তালিকা প্রকাশ করলেন তিনি। যা দেখে বোঝা যাচ্ছে বারাক ওবামা সরকারের ছায়া থাকবে বাইডেনের আমলে। নতুন ৭ জনের মধ্যে সবথেকে উল্লেখযোগ্য হলেন প্রাক্তন বিদেশমন্ত্রী জন কেরি। ওবামা-বাইডেন সরকারে বিদেশমন্ত্রী ছিলেন কেরি। এবার বিদেশমন্ত্রী হতে চলেছেন অ্যান্টনি ব্লিনকেন। কেরি হচ্ছেন আন্তর্জাতিক জলবায়ু চুক্তি বিষয়ক বিশেষ প্রতিনিধি। কিন্তু তার থেকেও বড় কথা হল, ২০১৫ সালে ইরানের সঙ্গে ঐতিহাসিক পরমাণু চুক্তির অন্যতম মাস্টারমাইন্ড ছিলেন তিনি।
ওবামার বিদেশমন্ত্রী হিসেবে ইরান-চুক্তির জন্য প্রাণপন চেষ্টা করে সবপক্ষকে রাজি করিয়ে সই করিয়েছিলেন জন কেরি। তাই তাঁর প্রত্যাবর্তন বিশেষ গুরুত্ব পাচ্ছে। কারণ, ট্রাম্প শুরু থেকেই ইরান-চুক্তির বিরুদ্ধে সুর সপ্তমে চড়িয়ে গত ৪ বছর চুক্তির দফারফা করতে মরিয়া চেষ্টা চালিয়েও শেষমেশ ব্যর্থ হয়ে নিজেই চুক্তি ছেড়ে বেরিয়ে যান। আবার ওবামা-বাইডেন সরকার যেখানে প্যারিস জলবায়ু চুক্তিতে সই করেছিল, সেই চুক্তি ছেড়েও বেরিয়ে যান ট্রাম্প। তাই জন কেরির নিয়োগ একইসঙ্গে পরমাণু এবং জলবায়ু চুক্তির ভবিষ্যৎ উজ্জ্বল হবে আশা করছেন পর্যবেক্ষক মহলের একাংশ। উল্লেখ্য, বাইডেন তাঁর নির্বাচনী প্রচারে উভয় চুক্তিতেই ফেরার ইঙ্গিত দিয়েছিলেন।
এ ছাড়াও আমেরিকার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হচ্ছেন জ্যাক সুলিভান। হিলারি ক্লিন্টন এবং জন কেরি উভয় বিদেশমন্ত্রীর সময়েই ব্লিনকেন ও সুলিভান বিদেশমন্ত্রকের ঊর্ধ্বতন কর্ম কর্তা ছিলেন। রাষ্ট্রসংঘে স্থায়ী প্রতিনিধি হিসেবে কৃষ্ণাঙ্গ মহিলা লিন্ডা টমাস গ্রিনফিল্ডকে পাঠাচ্ছেন বাইডেন। হোমল্যান্ড সিকিওরিটি বিভাগের প্রধান হচ্ছেন আলেজান্দ্রো মেয়রকাস। জাতীয় গোয়েন্দা সংস্থা এনএসএ-র ডাইরেক্টর হচ্ছেন অ্যাভরিল হাইন্স। অর্থমন্ত্রী হচ্ছেন জানেট ইয়েল্লেন।
একটি মন্তব্য পোস্ট করুন