পুবের কলম ওয়েব ডেস্ক: প্রত্যাশামতই আইসিসি’র নতুন চেয়ারম্যান হতে চলেছেন নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের ডিরেক্টর গ্রেগ বার্কলে। চেয়ারম্যান পদের জন্য মঙ্গলাব ভোটে তিনি ১১-৫ হারালেন সিঙ্গাপুরের ইমরান খোয়াজাকে।
এক সময় শোনা যাচ্ছিল, সৌরভ গঙ্গোপাধ্যায় আইসিসি চেয়ারম্যান হতে চলেছেন। কিন্তু শেষ পর্যন্ত বিসিসিআই প্রেসিডেন্ট মনোনয়ন তোলেননি। ফলে সহজেই এই পদে বসতে চলেছেন বার্কলে। পেশায় আইনজীবি অকল্যান্ডের এই বাসিন্দা ২০১২ সাল থেকে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের দায়িত্ব সামলাচ্ছিলেন। বার্কলে বলেন, ‘আইসিসির চেয়ারম্যান পদে নির্বাচিত হওয়া খুব গর্বের বিষয়। করোনা পরিস্থিতি থেকে বেরিয়ে ক্রিকেটকে আগের জায়গায় ফিরিয়ে আনতে আমাদের সবাই মিলে কাজ করতে হবে।’
একটি মন্তব্য পোস্ট করুন