ভারতে প্রথম তৈরি হচ্ছে ফেলে দেওয়া টায়ার দিয়ে তৈরি অনবদ্ধ এক পার্ক। কলকাতার এসপ্ল্যানেড বাস ডিপোতে তৈরি হচ্ছে এই পার্কটি। আবর্জনা দিয়েও যে শিল্প হতে পারে, তা বোঝাতেই এই পার্ক তৈরি করা হচ্ছে। সবকিছু দিয়েই শিল্প হতে পারে। এই পার্কে এলে সেটাই বোঝা যাবে। ছবি সঞ্জয় পুরকাইত
একটি মন্তব্য পোস্ট করুন