নিজস্ব প্রতিবেদক, বৈষ্ণবনগর: গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার রাতে বৈষ্ণবনগর থানার পুলিশ দুজনকে মোটরসাইকেল সহ আটক করে। পুলিশ জানায়, ধৃত রাজেশ মন্ডল (২২) ও নিটন মন্ডল (২৬)। বাড়ি সংস্লিষ্ট থানার সুখপাড়া গ্রামে। ধৃতদের কাছ থেকে দুটি প্লাস্টিক প্যাকেটে প্রায় আড়াই কেজি ওজনের বোমা তৈরির মসলা উদ্ধার করা হয়।
এই মর্মে বৈষ্ণব নগর থানায় একটি এক্সপ্লোসিভ সাবস্টেন্স অ্যাক্ট এর মামলা করা হয়েছে এবং ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ধৃতদের বুধবার পাঁচদিনের পুলিশ রিমান্ডে মালদা জেলা আদালতে পাঠানো হয়েছে । বৈষ্ণবনগর থানার আইসি ত্রিদীপ প্রামানিক জানান, দুজনকে গ্রেফতার করা হয়েছে। বোমা তৈরি মশলা উদ্ধার হয়েছে। ঘটনা খতিয়ে দেখছে পুলিশ। ধৃতদের আদালতে তোলা হয়েছে।
একটি মন্তব্য পোস্ট করুন