বজবজ, ২৯ নভেম্বর:আর কিছু সময়ের অপেক্ষা। তারপরই নিজের লোকসভা কেন্দ্রে সভা করবেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ এদিন মুচিশা হাইস্কুল মাঠে জনসভা ঘিরে উত্তেজনার পারদ চড়ছে
রাজনৈতিক মহলে৷ ৭টি বিধানসভা কেন্দ্রের তৃণমূল কর্মী সমর্থকদের উপস্থিত থাকার কথা এই সভায়৷ সভা থেকে 'বেসুরোদের' বার্তা দিতে পারেন অভিষেক।
এমনই মনে করছে রাজনৈতিক মহল।
লক্ষ্য ২০২১ এর বিধানসভা নির্বাচন। আর তাকে সামনে রেখেই জোরকদমে
মাঠে নেমে পড়েছে তৃণমূল৷ গত কয়েকদিনে দলের যে
অভ্যন্তরীণ সমস্যা চলছে,তার মাঝেই বিধানসভা নির্বাচনের প্রচারও শুরু করে দিলেন ডায়মন্ডহারবারের
এই সাংসদ৷
গত কয়েকদিন নানা পরিবর্তন ঘটেছে দলে৷ মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করেছেন শুভেন্দু৷ তিনি দল ছাড়তে পারেন, এই জল্পনাও চলছে জোরদার৷ দল ছেড়ে বিজেপি-তে যোগ দিয়েছেন মিহির গোস্বামী৷ বেসুরো গাইছেন
শীলভদ্র দত্ত, জটু লাহিড়ির মতো নেতারাও। এই অবস্থায় দলকে চাঙ্গা করতে, দলের জোটকে
অটুট রাখতে কী বার্তা দেন অভিষেক সেদিকেই নজর সবার।করোনা পরিস্থিতিতে লকডাউনের জেরে দীর্ঘ প্রায় সাত মাস পর নিজের লোকসভা কেন্দ্রে এই প্রথম সভা করবেন অভিষেক। করোনাবিধি মেনেই এই সভা আয়োজন করার কাজ চলছে বলে তৃণমূলের দাবি।
অন্যদিকে
সূত্রের খবর, গত ১০ বছরে তৃণমূল সরকারের হাত ধরে রাজ্যে যে
উন্নয়ন হয়েছে, সেই বিষয়টিও উঠে আসতে পারে সাংসদের বক্তব্যে। সব মিলিয়ে নিজের লোকসভা কেন্দ্র থেকেই ২১-র লক্ষ্যে ২৯শে সভা অভিষেকের৷
একটি মন্তব্য পোস্ট করুন