পুবের কলম ওয়েব ডেস্ক: ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে আসন্ন সিরিজে যে স্লেজিং হবে, সেটা সহজেই অনুমেয়। তবে, অস্ট্রেলিয়া দলের তারকা ডেভিড ওয়ার্নার জানিয়ে দিলেন যদি ভারতীয়রা তাঁকে স্লেজিং করে, তাহলে তিনি সেই প্ররোচনায় পা দেবেন না।
ওয়ার্নার বলেন, ‘গতবার আমরা যখন ভারতে গিয়েছিলাম, তখন ভারতীয় ক্রিকেটাররা আমাদের ওই ভাবেই (স্লেজিং) ব্যস্ত রাখত। তবে সময়ের সঙ্গে সঙ্গে আমি শিখেছি যে, ওই সব কথাবার্তা উপেক্ষা করার মাধ্যমেই পালটা জবাব দেওয়া যায়। ওদের ওই বাক্যবাণকে হজম করে ব্যাটকে দিয়ে কথা বলানোর চেষ্টা করব।’
একটি মন্তব্য পোস্ট করুন