পুবের কলম ওয়েব ডেস্কঃ প্রিমিয়ার লিগে খারাপ পারফরম্যান্সের কারণে গত বছর কোচ উনাই এমেরিকে ছেঁটে ফেলে আর্সেনাল কর্তূপক্ষ।এক বছর কেটে গেলেও মিকেল আর্তেতার অধীনে ভাগ্য বদলায়নি গানার্সের।পর পর টানা তিন হারে প্রিমিয়ার লিগে নিজেদের ক্যাম্পেইনে ১৯৮১ সালের পর সবচেয়ে খারাপ সূচনার নজির গড়েছে আর্সেনাল।
নিজেদের মাঠে উলভারহ্যাম্পটনের কাছে তারা হেরেছে ২-১ গোলে। শুধু তাই নয়, লিগে উলভারহ্যাম্পটনও আর্সেনালের মাঠে জয়ের স্বাদ পেলো প্রথমবার। ম্যাচের শুরুতে অবশ্য অপ্রীতিকর পরিস্থিতির তৈরি হয়েছিল। পঞ্চম মিনিটে কর্নার থেকে কিক নিতে গিয়ে মাথায় সংঘর্ষ লাগে আর্সেনালের ডেভিড লুইজ ও উলভসের রাউল জিমিনেজের। লুইজ খেলতে পারলেও সংঘর্ষের পর স্ট্রেচারে করে মাঠ ছাড়েন জিমিনেজ। তাঁকে হাসপাতালে নেওয়া হলে বদলি হিসেবে মাঠে নামেন ফাবিও সিলভা। এর কিছুক্ষণ পরই ২৭ মিনিটে এগিয়ে যায় উলভস। একজনের হেড ক্রসবারে লেগে ফিরলে ফিরতি বলে জালে বল পাঠিয়েছিলেন নেতো। এর ৩ মিনিট পর উইলিয়ানের ক্রস থেকে হেড করে সমতা ফেরান গাব্রিয়েল। ৪২ মিনিটে আবারও এগিয়ে যায় উলভস। ড্যানিয়েল পোডেন্সের গোলে স্কোর হয়ে যায় ২-১।
একটি মন্তব্য পোস্ট করুন