নিয়ামি, ২৯ নভেম্বরঃ রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিক আদালতে মামলা চালাতে জাম্বিয়া সরকারকে ৫ লক্ষ ডলার সহায়তা দিয়েছে বাংলাদেশ। নাইজারের রাজধানী নিয়ামিতে ওআইসি-র ৪৭তম বার্ষিক বিদেশমন্ত্রী পর্যায়ের অধিবেশনে এ বিষয়টি জানানো হয়েছে। ২৭-২৮ নভেম্বর দুদিন ধরে চলা ওআইসি সম্মেলনে বাংলাদেশের তরফে অংশ নিয়েছেন সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত মুহাম্মদ জাভেদ পাটোয়ারি। সেখানেই তিনি সাংবাদিকদের জানান, হাসিনা সরকার রোহিঙ্গা বিষয়ক মামলা চালানোর খরচ হিসেবে জাম্বিয়াকে ৫ লক্ষ মার্কিন ডলার সহায়তা দিয়েছে। ওআইসি ফোরামের মাধ্যমেই এই অর্থ সহায়তা দিয়েছে বাংলাদেশ। উল্লেখ্য যে নাইজার অধিবেশনে উপস্থিত ওআইসি-র সদস্য দেশগুলোর বিদেশমন্ত্রী ও কূটনীতিবিদরা রোহিঙ্গা মামলার জন্য আইনি লড়াই চালাতে জাম্বিয়াকে কীভাবে আরও বেশি আর্থিক সহায়তা দিতে তহবিল গঠন করা যায়, সে ব্যাপারে দুদিন ধরে আলোচনা করেন। জানা গিয়েছে, ওআইসির মাধ্যমে রোহিঙ্গা ইস্যুতে অর্থ সহায়তা দিয়েছে বাংলাদেশ ছাড়াও তুরস্ক, সউদি আরব, নাইজেরিয়া প্রভৃতি দেশ। উল্লেখ্য, নিয়ামি অধিবেশনে যোগ দেওয়ার কথা থাকলেও বাংলাদেশের বিদেশমন্ত্রী ড. একে আবদুল মোমেন ও বিদেশসচিব মাসুদ বিন মোমেন করোনায় আক্রান্ত হওয়ায় যেতে পারেননি।
একটি মন্তব্য পোস্ট করুন