পুবের কলম প্রতিবেদকঃ কেরলের শবরীমালা আইয়াপ্পা মন্দিরটি ১৬ নভেম্বর বার্ষিক তীর্থযাত্রার জন্য খোলার পর থেকে তীর্থযাত্রী, পুলিশ ও মন্দিরের কর্মচারি সহ কমপক্ষে ৩৯ জন করোন ভাইরাসে আক্রান্ত হয়েছেন।
ত্রাবাঙ্কর দেবস্বম বোর্ডের (টিডিবি) সূত্র জানিয়েছে, মোট আক্রান্তের মধ্যে বিভিন্ন বিভাগের ২৭ জন কর্মচারী রয়েছেন এবং তাদের সবাইকে তাৎক্ষণিকভাবে কোভিডের প্রাথমিক চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। তাঁরা বলেন, মন্দির চত্বর এবং মূল শিবিরে কোভিড-১৯ সম্পর্কিত সমস্ত প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে।
টিডিপি-র এক কর্মকর্তা বলেন, এ পর্যন্ত ত্রাবাঙ্কর দেবস্বম বোর্ডের (টিডিবি) দু’জন অস্থায়ী কর্মীসহ চার কর্মচারী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ ছাড়া বৃহস্পতিবার এখানকার পুলিশ রেস্তেরার দুই কর্মচারী করোনা ভাইরাসের কবলে পড়েছেন।
প্রসঙ্গত, কেরলে এ পর্যন্ত ৫ লাখ ৮৩ হাজার ৭৪১ জন করোনা আক্রান্ত হয়েছেন। রাজ্যটিতে এ পর্যন্ত ২ হাজার ১৪৮ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। ৫ লাখ ১৬ হাজার ৯৭৮ জন সংক্রমণ মুক্ত হওয়ায় বর্তমানে ৬৪ হাজার ৬১৫ জন করোনা রোগী হাসপাতাল অথবা হোম আইসোলেশনে চিকিৎসাধীন আছেন।
একটি মন্তব্য পোস্ট করুন