পুবের কলম প্রতিবেদকঃকরোনা
আক্রান্ত তূণমূল সাংসদ সুখেন্দু শেখর রায়। কলকাতা
মেডিক্যাল কলেজে
তিনি ভর্তি রয়েছেন।
চিকিৎসকরা জানিয়েছেন
সাংসদের শারীরিক
অবস্থা স্থিতিশীল।তবে
তাঁকে পর্যবেক্ষণে
রাখা হয়েছে।
এই জন্যই
সাংসদকে ক্রিটিকাল
কেয়ার ইউনিটে
রাখা হয়েছে।
গত শুক্রবার
তিনি কলকাতা
মেডিক্যাল কলেজ
হাসপাতালে ভর্তি
হয়েছিলেন।
একটি মন্তব্য পোস্ট করুন