দেবশ্রী মজুমদার, ইলাম বাজার, ২৯ নভেম্বর: নিখোঁজ হওয়ার তিন দিন পর রহস্য জনক ভাবে এক শিশুর মৃতদেহ উদ্ধার হলো ইলাম বাজার থানার শীর্ষা গ্রাম পঞ্চায়েতের ভবানীপুর গ্রামে। মৃতের নাম অশিউর রহমান (৭)।
জানা গেছে, বছর সাতেকের ওই শিশু বৃহস্পতিবার বাড়ির কাছেই গ্রামের মধ্যে ফুফুর বাড়ি যাব বলে বাড়ি থেকে বের হয়। কিন্তু তার পর আর বাড়ি ফেরে নি। আত্মীয় স্বজন ও গোটা গ্রাম খুঁজে না পেয়ে সোশ্যাল মিডিয়ায় ছবি দিয়ে নিখোঁজের কথা জানানো হয়। ইলাম বাজার থানায় নিখোঁজের ডাইরী করা হয়। এর তিনদিন পর শিশুর মৃতদেহ বাড়ি লাগোয়া পুকুরের জলে ভেসে উঠতে দেখা যায়। ঘটনার পর শোকের ছায়া নেমে আসে এলাকায়। আব্বা হাসিবুর রহমান ও আম্মা হাসিবা বিবি শোকে পাথর হয়ে যায়। মৃতের আত্মীয় মসিবুর রহমান বলেন, নিখোঁজের তিনদিন পর যেভাবে মৃতদেহ ভেসে উঠলো, আমরা রহস্যের গন্ধ পাচ্ছি। যদিও এক্ষেত্রে নিখোঁজের ডাইরী করা হয়েছে।
একটি মন্তব্য পোস্ট করুন