পুবের কলম প্রতিবেদকঃ উত্তর-পূর্ব দিল্লি হিংসায় জড়িত থাকার অভিযোগে ইউএপিএ ধারায় আটক প্রাক্তন কংগ্রেস কাউন্সিলর ইশরাত জাহানের অন্তর্বর্তী জামিনের আবেদন খারিজ করে দিল দিল্লি আদালত। বলা হল, জেলে কোভিডের কোনও ভয় নেই। অতিরিক্ত সেশন বিচারপতি অমিতাভ রাওয়াতকে জাহান জানিয়েছিলেন, জেলের মধ্যে কোভিড-১৯ পরিস্থিতি ভয়ানক এবং তাঁর অ্যাংজাইটির সমস্যা রয়েছে। তাঁর আইনজীবী রমেশ গুপ্তা সওয়াল করেছিলেন যে, ইশরাতের সার্ভিকাল, স্পাইন ও মাইগ্রেনের সমস্যা গ্রেফতারের আগে থেকেই রয়েছে এবং তাঁকে নিয়মিত ওষুধ খেয়ে যেতে হয়। তিনি আরও বলেন, জেলের শৌচাগারে পিছলে পড়ে গিয়ে ইশরাত শিরদাঁড়ায় চোট পান কিন্তু তার যথাযথ চিকিৎসা হয়নি। তবে আদালত এ সব যুক্তি শুনতে নারাজ। ইশরাতের শারীরিক সমস্যাকে ‘সামান্য’ ব্যাপার বলে জানানো হয়েছে যে, তিনি সুস্থ আছেন। কোনওরকম মেডিক্যাল ইমার্জেন্সি নেই। এমনটা বক্তব্য দিল্লি কোর্টের। ইশরাতের শারীরিক অবস্থার দিকে নিয়মিত খেয়াল রাখতে জেল সুপারকে নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু মেলেনি অন্তর্বর্তী জামিন। অন্যদিকে, কোভিড-১৯’এর কথা বলে বিজেপি নেতা ও সমর্থকদের জামিন দেওয়া হচ্ছে। কেন্দ্রের বৈষম্যমূলক আচরণে কোনও খামতি নেই।
একটি মন্তব্য পোস্ট করুন