নয়াদিল্লি, ২৭ নভেম্বর : জলপথের প্রতিরক্ষা সংক্রান্ত ত্রিপাক্ষিক বৈঠকে যোগ দিতে এবার কলম্বো সফরে অজিত দোভাল। শ্রীলঙ্কা ও মালদ্বীপের সঙ্গে বৈঠক হবে শুক্র ও শনিবার।
বিদেশমন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, ভারত মহাসাগরীয় দেশগুলির জলপথের নিরাপত্তা নিশ্চিত করতে এই বৈঠক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এই সংক্রান্ত শেষ বৈঠক হয়েছিল 2014 সালে।
প্রতিবেশী দেশগুলোর ওপর প্রভাব বাড়িয়ে ভারতের ওপর চাপ দেওয়ার চেষ্টা চালাচ্ছে চিন। আন্তর্জাতিক পর্যবেক্ষকরা মনে করছেন, এবার আসলে পাল্টা চাল দিলো ভারত। নয়া কূটনৈতিক চালে শ্রীলঙ্কা ও মালদ্বীপের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকের মাধ্যমে সম্পর্ক মজবুত করার প্রক্রিয়া শুরু করল ভারত।
গত 6 বছর ধরেই এই দ্বীপ রাষ্ট্র গুলোর সঙ্গে সম্পর্ক মজবুত করার চেষ্টা চালাচ্ছে ভারত। সেই কাজে বেশ সফল হয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার সেই প্রচেষ্টার অংশ হিসেবে কলম্বোতে ত্রিপাক্ষিক বৈঠকে যোগ দিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল।
শ্রীলংকার সেনার মুখপাত্র ব্রিগেডিয়ার চন্দানা বিক্রম সিংঘে জানান, শ্রীলংকা এবছর চতুর্থ ন্যাশনাল সিকিউরিটি অ্যাড ভাইজার সম্মেলনের আয়োজন করেছে। ভারত-মালদ্বীপ এর সঙ্গে সম্পর্ক ভালো দৃঢ় করাই লক্ষ্য কলম্বোর।
সূত্রের খবর এই সম্মেলনে বাংলাদেশ, মরিশাস ও সেশে লস থেকেও প্রতিনিধিরা এসেছেন। আলোচনায় উঠে আসতে পারে সামুদ্রিক জল দূষণ নিয়ন্ত্রণ থেকে চিনের মাতব্বরি ও দখলদারি মনোভাব প্রতিহত করার মতন বিষয়গুলি।
একটি মন্তব্য পোস্ট করুন