নয়াদিল্লি, ২৮ নভেম্বরঃ ৩০ নভেম্বর বিখ্যাত ইংরাজি সাহিত্যিক লেখক অমিতাভ ঘোষের ‘গন আইল্যান্ড’ ইংরাজি উপন্যাসের হিন্দি সংস্করণ পৌঁছবে পাঠকের হাতে। অমিতাভ ঘোষের অনুরাগীরা বহুদিন ‘গণ আইল্যান্ড’ উপন্যাসের হিন্দি সংস্করণের অপেক্ষায় ছিলেন। এই উপন্যাসটি হিন্দি ছাড়াও মারাঠি-মালায়লম ভাষাতেও অনুদিত হতে চলেছে। হিন্দিতে উপন্যাসটির প্রকাশক ওয়েস্টল্যােন্ডর ভাষাতাত্ত্বিক বিভাগ।
ইতিহাসের গভীর থেকে তুলে আনা অমিতাভ ঘোষের উপন্যাস তাঁর গুণমু? পাঠকদের আগ্রহকে চর্তুগুণ বাড়িয়ে তোলে। ঘোষের উপন্যাসে সমাজের বিভিন্ন পরিবেশ,ভাষা,আবহাওয়া,রাজনীতি সমস্ত কিছুর মিশ্রণকে অতি নিপুণতার সঙ্গে পাঠকদের পরিবেশন করেন। ‘সি অফ পপিজ’ তাঁর লেখনীর সর্বোৎকৃষ্ট উদাহরণ।
১৯৫৬ সালে কলকাতায় জন্মগ্রহণ করে, বাংলাদেশ এবং শ্রীলঙ্কায় তাঁর কৈশোর-যৌবন অতিবাহিত করেন। অমিতাভ ঘোষের লেূা তিরিশের বেশি ভাষায় অনুদিত হয়েছে। ‘গন আইল্যান্ড’ উপন্যাসটি ২০১৯ সালে ইংরাজিতে প্রকাশিত হয়। এই উপন্যাসে মূলত উত্তর ভারতের সামাজিক-আর্থিক অবস্থার একটি দলিল বলা যায়।
একটি মন্তব্য পোস্ট করুন