পুবের কলম প্রতিবেদকঃ নবাবের শহর মুর্শিদাবাদে ফের শুরু হচ্ছে হর্স রাইডিং। মুর্শিদাবাদ জেলা পুলিশ ও আশ্রয়ের যৌথ উদ্যোগে সম্প্রতি মেঘদূত হর্স রাইডিং স্কুলের উদ্বোধন হল। মুর্শিদাবাদ পুলিশ স্পোর্টস ট্রেনিং কমপ্লেকসের এই হর্স রাইডিং স্কুলের উদ্বোধন করলেন মুর্শিদাবাদ জেলা পুলিশ আরক্ষাধক্ষ্য কে শরবী রাজকুমার। মুর্শিদাবাদ জেলায় একসময় নবাবি ঘোড়া গোটা জেলায় রাজ করত। অবশ্য এখন আর সেই রাজ নেই। তবে কিছুটা জীবিকার আশায় এই হর্স রাইডিং চালু করল মুর্শিদাবাদ জেলা পুলিশ। মাসিক এবং ভর্তি ফি দিয়ে ১২ বছরের উপরের ছেলেরা এই হর্স রাইডিংয়ের সুযোগ পাবে। ৩ মাস প্রশিক্ষণ নিলে প্রশংসাপত্র দেওয়া হবে। প্রতিদিন সকাল সাড়ে ৬টা থেকে ক্লাস শুরু হবে। ৩০ মিনিটের এই ক্লাস শুরু হচ্ছে আগামী ১ ডিসেম্বর থেকে বলে হর্স রাইডিং স্কুলের পক্ষ থেকে জানানো হয়।
পুলিশের পাশাপাশি সাধারণ মানুষ স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীরা ঘোড়া চড়ার প্রশিক্ষণ নিতে পারবে। আবার যারা দেশের সমরকর্মী হিসেবে নিজেকে তৈরি করতে চান হর্স রাইডিং তাদের জীবিকার বিশেষ সুযোগ করে দেবে।
একটি মন্তব্য পোস্ট করুন