নয়াদিল্লি, ২৮ নভেম্বরঃ সেন্ট্রাল রেলওয়ে জুন থেকে নভেম্বর পর্যন্ত ৪২৮টি নকল টিকিটের ঘটনা প্রকাশ করেছে। যার মধ্যে ১০২টি টিকিট এসি ক্লাসের। একটি ইংরাজি দৈনিকের খবর অনুযায়ী রেলওয়ের এক আধিকারিকের বক্তব্য, দালালরা রেলওয়ে টিকিট কাউন্টার থেকে টিকিটের ডাটা চুরি করে হুবহু আসলের মতো দেূতে টিকিট ছাপিয়ে যাত্রীদের প্রতারিত করে।
ফলে, একই সিটে দু’জন যাত্রী হওয়ার ক্ষেত্রে সমস্যায় পড়েন উভয়েই। এক আধিকারিকের কথায় দালালরা হুবহু একই কাগজে টিকিট ছাপায় যাতে, পিএনআর, ট্রেন এবং সিট নম্বরও থাকে। শুধু যাত্রীর নাম বদলে দেওয়া হয়। প্রতারণা তখনই ধরা পড়ে যখন যাত্রীটি স্টেশনে লাগানো চার্টে নিজের নাম খুঁজে পান না। দু’জন যাত্রী একই সিট দাবি করলে টিটিকেও সমস্যার সম্মুূীন হতে হয়। কারণ টিকিট হুবহু হওয়ায় আসন-নকল নির্দ্ধারণ করা খুবই সমস্যাজনক হয়। নকল টিকিট বহনকারী ব্যক্তিকে শুধু ট্রেন থেকে শুধু নামিয়েই দেওয়া হয় না, তাঁকে পেনাল্টিও দিতে হয়।
একটি মন্তব্য পোস্ট করুন