পুবের কলম প্রতিবেদকঃ পুরসভার তৎপরতা সত্ত্বেও শহরের বিভিন্ন জায়গায় গড়ে উঠছে অবৈধ নির্মাণ। আর সেইসমস্ত ঘটনাগুলিতে সক্রিয়ভাবে ব্যবস্থা নেওয়ার নির্দেশও দিচ্ছে কলকাতা পুর আদালত। আবারও একটি অবৈধ নির্মাণ ভেঙে ফেলার নির্দেশ দিল কলকাতা পুর আদালত। ফুলবাগান থানা এলাকায় ওই অবৈধ নির্মাণটি গড়ে উঠছিল।
আদালত সূত্রে জানা গিয়েছে, ২০১৮ সালে ফুলবাগানে অবৈধভাবে ওই বহুতল নির্মাণ করছিলেন বিশ্বনাথ বণিক, শৈলেন বণিক এবং ইউসুফ খান নামে তিনজন। সেখানে বাড়ি তৈরির কোনও ছাড়পত্র ছিল না । অথচ ৩ তলা বাড়ি তৈরি করেফেলেছিলেন ওই তিন জন। পরে বিষয়টি জানার পরেই পুরসভার তরফে দ্রুত কাজ বন্ধ করে দেওয়া হয়। কিন্তু, সেই নির্দেশকে অমান্য করে কাজ বন্ধ করার পরিবর্তে ৪ তলা নির্মাণ করেছিলেন তারা। পরে মামলাটি পুর আদালতে উঠলে তিনজনের সাজা ঘোষণার পাশাপাশি পুরো বাড়িটিকেই ভাঙার নির্দেশ দেন কলকাতা পুর আদালতের মুখ্য বিচারক প্রদীপ কুমার অধিকারী। সেইসঙ্গে, ৫০ হাজার টাকা করেও জরিমানা করা হয়েছে। একইসঙ্গে, পুরসভার তরফ থেকে যে দিন থেকে নোটিশ দেওয়া হয়েছে সেইদিন থেকে প্রতিদিন ১০০ টাকা করেও জরিমানা করেছেন মুখ্য বিচারক।
একটি মন্তব্য পোস্ট করুন