নয়াদিল্লি, ৩০ নভেম্বর : রেল স্টেশন নিয়ার প্লাস্টিকের কাপ নয়। এবার বাধ্যতামূলকভাবে ব্যবহার হতে চলেছে ভাড়। টুইট করে এমনই ইঙ্গিত দিয়েছেন রেলমন্ত্রী পীযূষ গোয়েল।
রেলমন্ত্রী টুইটারে লেখেন, " আগে স্টেশনের মাটির ভাঁড় পাওয়া যেত । তারপর এল প্লাস্টিকের কাপ। দেশের বিভিন্ন প্রান্তে এখন ৪০০ টি স্টেশনে ভাঁড়ে চা পাওয়া যায়। প্লাস্টিক মুক্ত ভারত এর কথা ভাবা হচ্ছে। যাতে উল্লেখযোগ্য ভূমিকা থাকবে ভারতীয় রেলের।" পীযূষ গোয়েল এর বক্তব্য পরিষ্কার হয়েছে রেলের পরবর্তী ভাবনা।
কিন্তু কেন এমন ভাবনা? নয়াদিল্লিতে রেলমন্ত্রক সূত্রে খবর, প্লাস্টিকের কাপ বা গ্লাস যেখানে সেখানে ফেলার ফলে নোংরা হয় স্টেশন চত্বর। স্টেশনের যাত্রীদের স্বাস্থ্য সংক্রান্ত নিরাপত্তা কথা মাথায় রেখেই এমন সিদ্ধান্ত। বিশেষজ্ঞরা বলছেন প্লাস্টিকের কাপে গরম চা বা দুধ পান করলে, প্লাস্টিকের ক্ষতিকারক অংশ শরীরের মধ্যে প্রবেশ করে। যা শরীরের মারাত্মক ক্ষতি করে। স্বাস্থ্য বিশেষজ্ঞদের কথা মাথায় রেখেই বড় পদক্ষেপ নিতে চলেছে রেল। দিল্লি রেল মন্ত্রক সূত্রে আরও দাবি, চলতি আর্থিক বছরের মধ্যেই দেশের সব রেলস্টেশনে মাটির ভাঁড় এর ব্যবহার শুরু করার চেষ্টা করা হবে। তবে এই প্রথম নয়। লালু প্রসাদ যাদব যখন রেল মন্ত্রী ছিলেন তিনিও প্লাস্টিকের বিরোধিতা করেছিলেন। প্লাস্টিকের পরিবর্তে মাটির ভাঁড় ব্যবহারের উপর জোর দিয়েছিলেন।
এক্ষেত্রে অবশ্য অন্য প্রশ্ন উঠছে। প্লাস্টিক কাপ বা গ্লাস বন্ধ হয়ে ভাড় চালু হলে যাত্রীদের কি বেশি টাকা গুনতে হবে? এই প্রশ্নের যদিও এখনও উত্তর মেলেনি।
একটি মন্তব্য পোস্ট করুন