পুবের কলম প্রতিবেদকঃ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের জন্য সুখবর। তাদেরকে পেনশনের জন্য প্রতি বছর লাইফ সার্টিফিকেট জমা দিতে হয়। না হলে পেনশন বন্ধ হয়ে যেতে পারে। পূর্বে কেন্দ্র সরকারের তরফে একটি নির্দেশিকা জারি করে জানানো হয়, সরকারি অবসরপ্রাপ্ত কর্মীদের পেনশনের জন্য লাইফ সার্টিফিকেট জমা দেওয়ার সময়সীমা ১ নভেম্বর থেকে বাড়িয়ে ৩১ ডিসেম্বর করা হয়েছে। দেশে কোভিড সংক্রমণ এখনও কমেনি। তাই করোনা সংক্রমণের কথা মাথায় রেখেই লাইফ সার্টিফিকেট জমা দেওয়ার সময়সীমা ২০২১ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানো হল। ফলে এখনও পর্যন্ত যে সমস্ত অবসরপ্রাপ্ত কেন্দ্রীয় সরকারি কর্মচারী গুরুত্বপূর্ণ এই কাজটি করতে পারেননি, তারা আরও বেশ কয়েক মাস বেশি সময় পাবেন। এই সময়ের মধ্যে তাদের পেনশন বন্ধ হওয়ার কোনও আশঙ্কা নেই। পেনশন পেতে থাকবেন তারা। পেনশনভোগীদের নিয়ে তৈরি বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে বারবার কেন্দ্রের কাছে লাইফ সার্টিফিকেট জমা দেওয়ার সময় বাড়ানোর অনুরোধ জানানো হয়েছিল। সিনিয়র সিটিজেনদের সেই আবেদনে সাড়া দিয়েই এই পদক্ষেপ।
একটি মন্তব্য পোস্ট করুন