পুবের কলম প্রতিবেদকঃ সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে আগামী ৩ ডিসেম্বর নতুন করে তৈরি মাঝের হাট ব্রিজের উদ্বোধন হবে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ব্রিজের উদ্বোধন করবেন এবং তার পরেই শুরু হয়ে যাবে সমস্ত যানবাহন চলাচল। শনিবার রাজ্যের পূর্তমন্ত্রী অরুপ বিশ্বাস এ কথা জানিয়েছেন।
তিনি জানান, আগামী সোমবার নবান্ন আধিকারিকদের সঙ্গে বৈঠক করা হলে তারপরই অনুষ্ঠানের দিন ঘোষণা করা হবে। উল্লেখ্য, হুগলির দ্বিতীয় সেতুর অনুকরণে তৈরি হয়েছে এই মাঝের হাট ব্রিজ। লোডিং ক্ষমতা যাঁচাই করার কাজও সম্পন্ন হয়েছে। এখন শুধু উদ্বোধন করার অপেক্ষা। এই ব্রিজটি রাজ্য সরকার এবং রেল দফতর যৌথভাবে নির্মাণ করেছে তাই রেলেরও ছাড়পত্রের প্রয়োজন ছিল। আর গত শুক্রবার রেলের পক্ষ থেকে নবান্নে সেই ছাড়পত্র দেওয়া হয়।
২০১৮ সালে মাঝেরহাট ব্রিজটি হঠাৎই ভেঙে পড়ে। এর ফলে বেহালা-সহ কলকাতার একটি বড় অংশের সঙ্গে যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে যায়। বিকল্প পদ্ধতিতে যানচলাচল করলেও তা যথেষ্ট ছিল না। ফলে বহু মানুষ অসুবিধার সম্মুখীন হয়ে পড়ে। অবশেষে সেই সমস্যার সমাধান হতে চলেছে।
একটি মন্তব্য পোস্ট করুন