পুবের কলম প্রতিবেদকঃ কলকাতা নাখোদা মসজিদ চত্বরে জেলার বিভিন্ন প্রান্তের ইমামদের নিয়ে করোনা ভাইরাসের নিয়ম মেনে এক সভা অনুষ্ঠিত হল রবিরার। অল ইন্ডিয়া ইমাম মোয়াজ্জিন অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশন এই সভার আয়োজন করে। মূলত সংখ্যালঘুদের শিক্ষা এবং রাজ্যে বর্তমানে যে রাজনৈতিক পরিবেশ তৈরি হয়েছে তার উপর আলোচনায় গুরুত্ব দেওয়া হয়। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সভাপতি মাওলানা শফিক কাশেমি। তিনি বলেন, বাংলায় রাজনৈতিক সহিংসতা ছড়িয়ে দেওয়ার জন্য নানাভাবে চেষ্টা চালানো হচ্ছে। এর প্রতিবার করা আমাদের সকলের কর্তব্য। তিনি বলেন, মানুষে মানুষে বিভেদ তৈরির যে চক্রান্ত শুরু হয়েছে তা থেকে আমাদেরকে আরও সতর্ক হতে হবে। তিনি বলেন, সংখ্যালঘুরা চিরদিনই বঞ্চিত হয়ে এসেছে। বিশেষ একটি দল ভোট পাওয়ার জন্য যে প্রতিশ্রুতি দিচ্ছে সেগুলি কোনওটাই বাস্তবায়িত হবে না। তিনি বলেন, বাংলার রাজনীতিতেক্ষমতা আদায়ের জন্য তারা এই ধরনের প্রচার চালিয়ে যাচ্ছে। তারা সংখ্যালঘু অধ্যুষিত উত্তরপ্রদেশ, অসমে ক্ষমতাতে রয়েছে কিন্তু সংখ্যালঘুদের জন্য কিছুই করেনি। বরং তারা মাদ্রাসা শিক্ষাকে তুলে দেওয়ার জন্য নানা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। তিনি এরাজ্যের সংখ্যালঘুদের আরও একত্রিত হওয়ার আহ্বান জানিয়ে বলেন, সংবদ্ধভাবে এগিয়ে চলুন সংখ্যালঘুদের উন্নয়নের বিশেষ ওই রাজনৈতিক দলটি কিছুই করবে না। ক্ষমতা দখলের আশায় নানা প্রতিশ্রুতি দিয়ে চলেছে। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সংগঠনের সম্পাদক মাওলানা আবদুর রহমান কাশেমি, মুর্শিদাবাদ জেলার সম্পাদক আবদুর রেজ্জাক, মাওলানা ওলিউল্লাহ প্রমুখ। এ ছাড়াও বক্তব্য রাখেন মিল্লি কাউন্সিলের রাজ্য শাহুদ আলম। তিনি বলেন,শিক্ষাই আনে চেতনা আর এই শিক্ষার দ্বারা দেশে বিকাশ সম্ভব। তাই আমাদের প্রত্যেককে শিক্ষা গ্রহণ করা জরুরি।
একটি মন্তব্য পোস্ট করুন