পুবের কলম ওয়েব ডেস্কঃ দিয়েগো মারাদোনা জীবন অধ্যায় শেষ হয়ে যাওয়ার পরে শোকস্তব্ধ বিশ্ব। বিশ্বের সর্বকালের অন্যতম সেরা আব একজন ফুটবলার তাঁরই দেশের লিওনেল মেসি,মারাদোনার কোচিংয়ে খেলেছেন ২০১০ বিশ্বকাপে। সেই বিশ্বকাপের সমস্ত স্মৃতী তাজা মেসির মনে। সোশ্যাল মিডিয়ায় মারাদোনার সঙ্গে নিজের ছবি পোষ্ট করে মেসি লিখেছেন ‘এই দিনটা আর্জেন্টিনা এবং ফুটবলের পক্ষে খুব খারাপ একটা দিন। তিনি আমাদের ছেড়ে গিয়েও কিন্তু ছেড়ে যাননি। কারন দিয়েগো শাশ্বত। ওঁর সঙ্গে কাটানো সমস্ত সুন্দর মুহুর্তগুলো সর্বদা নিজের কাছে রেখে দেব। ওঁর পরিবার এবং বন্ধুদের জানাই গভীর সমবেদনা।’
একটি মন্তব্য পোস্ট করুন