নয়াদিল্লি, ২৭ নভেম্বর: কোভিডকে জব্দ করতে ভ্যাকসিন তৈরির যুদ্ধে দ্রুত এগোচ্ছে ভারত। এই মুহূর্তে অক্সফোর্ড- অ্যাস্ট্রাজেনেকার ' কোভি শিল্ড ' আশা দেখাচ্ছে দেশবাসীকে। ভ্যাকসিন তৈরি প্রক্রিয়া ঠিক কী পর্যায় রয়েছে, তা খতিয়ে দেখতে আগামীকাল পুনার সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার দফতরে যাবেন প্রধানমন্ত্রী।
ভারতে এই প্রতিষেধক তৈরির দায়িত্বে রয়েছে সিরাম ইনস্টিটিউট। পুনার ডিভিশনাল কমিশনার সৌরভ রাও জানিয়েছেন, শনিবার প্রধানমন্ত্রীর আসার খবরটি নিশ্চিত করা হয়েছে। তবে তাঁর সফরের সব খুঁটিনাটি এখনও হাতে আসেনি।
অতিসম্প্রতি বাংলা সহ বেশ কয়েকটি রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করেন নরেন্দ্র মোদি। যদিও সেই বৈঠকে ভ্যাকসিন কত দিন নাগাদ পাওয়া যাবে, তার কোনও নির্দিষ্ট তারিখ জানাতে পারেননি তিনি। তবে রাজ্যগুলিকে ভ্যাকসিন বন্টনের পরিকল্পনার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী। আর এরপরই সিদ্ধান্ত নেন ভ্যাকসিন তৈরির অগ্রগতির কাজ সরেজমিনে নিজে খতিয়ে দেখবেন। সংবাদ মাধ্যম সূত্রে এমনটাই দাবি।
উল্লেখ্য অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় সম্প্রতি দাবি করেছে, তাদের তৈরি ভ্যাকসিন ৯০ শতাংশ পর্যন্ত কার্যকর হতে পারে। তাদের সঙ্গে যৌথভাবে অ্যাস্ত্রাজেনেকার তৈরি টিকা ভাইরাসের বিরুদ্ধে ৭০.৪ শতাংশ কার্যকরী বলে দাবি করা হচ্ছে।
একটি মন্তব্য পোস্ট করুন