পুবের কলম প্রতিবেদকঃ রাজীব গান্ধিকে হত্যায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত এজি পেরারিভালানকে এক সপ্তাহের প্যারোল বাড়াল সুপ্রিম কোর্ট। তাঁর চিকিৎসার জন্য এই সময় দেওয়া হয়েছে। নজরদারি থাকবে রাজ্যের। বিচারপতি এল নাগেশ্বর রাও ও এস রবীন্দ্র ভাটের বেঞ্চ এই নির্দেশ দিয়েছে। আবেদন জমা করা হয়েছিল ৯০ দিনের জন্য। দাবি করা হয়েছিল যে, পেরারিভালানের অস্ত্রোপচারের প্রয়োজন রয়েছে। এই পিটিশনের হয়ে সওয়াল করেছেন বর্ষীয়ান আইনজীবী গোপাল শঙ্কর নারায়ণন। পেরারিভালানকে প্রথমে প্যারোল দেওয়া হয়েছিল ৯-২৩ নভেম্বর পর্যন্ত। মাদ্রাজ হাইকোর্ট দিয়েছিল এই প্যারোল। শীর্ষ আদালত এই মেয়াদকে আরও ৭ দিন বাড়িয়ে দিল।
একটি মন্তব্য পোস্ট করুন