মহিষাদল, ২৯ নভেম্বর : মন্ত্রিত্ব ছাড়ার পর এই প্রথম একটি অরাজনৈতিক সভা করবেন শুভেন্দু অধিকারী। সভায় সদ্য প্রাক্তন এই মন্ত্রী কী বার্তা দেন সেদিকে নজর রাজনৈতিক মহলের।
শুভেন্দুর সঙ্গে আলোচনার দরজা খুলে রেখেছে। আবার হাল ছাড়িনি তৃণমূল কংগ্রেসও। তৃণমূল কংগ্রেস সাংসদ সৌগত রায় কিছুদিন আগেই জানিয়েছেন, মন্ত্রিত্ব ছারলেও দল ছাড়েননি শুভেন্দু। তাই আলোচনা হতেই পারে। এই পরিস্থিতিতে আজ মহিষাদলের এটি অরাজনৈতিক সভা করবেন শিশির পুত্র। অন্যদিকে আবার শুভেন্দু যেসব জেলার দায়িত্বে, বিশেষ করে মালদার নেতাদের নিয়ে কলকাতায় বৈঠক করেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।
সৌগত কিংবা সুব্রত বক্সীর মত দলের বর্ষিয়ান নেতারা যখন শিশির পুত্রের সঙ্গে আলোচনায় রাজি, তখনই সুর ছড়াচ্ছেন অন্য সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তার কথায়, " মমতাদি বলেছিলেন, ২৯৪ টি আসনে আমি ই প্রার্থী। এরমধ্যে শুভেন্দুর আসনটিও পরে। তখন কেন উনি সাহস করে বলতে পারেননি যে দিদি আমার আসনে আমি ই প্রার্থী!" তিনি আরও বলেন, " বাংলায় তৃণমূলের যিনি জিতেছেন, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দেখেই জিতেছেন!"
এদিকে শুভেন্দুর জন্য আলোচনার দরজা খোলা রাখার পাশাপাশি তার অনুপস্থিতিতে দলের ঐক্য অটুট রাখতে মরিয়া তৃণমূল কংগ্রেস। শনিবার ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে মালদা জেলা নেতৃত্বের সঙ্গে আলোচনায় বসেন তৃণমূল রাজ্য নেতৃত্ব। যদি ওই বৈঠকে গরহাজির ছিলেন সাবিত্রী মিত্র, মৌসম নুর এর মত বেশ কয়েকজন। ওয়াকিবহাল মহল বলছে, শুভেন্দু দল একান্তই ছেড়ে দিলে তার পর্যবেক্ষণে থাকা জেলাগুলিতে তৃণমূলের ঐক্য অটুট আছে কিনা, তা বুঝে নিতে মালদা জেলার নেতাদের কলকাতায় ডাকা হয়।
একটি মন্তব্য পোস্ট করুন