পুবের কলম প্রতিবেদক: আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে ভালো পারফর্ম করার পর এবার নভদীন সাইনির লক্ষ্য অস্ট্রেলিয়া সফর। সোমবার ২৮ বছরে পা দিলেন সাইনি। প্রোটোকল অনেক। তাই সিডনিতে নিজের জন্মদিন প্রায় অনাড়ম্বরেই পালন করলেন ভারতের তরুণ পেসার। কেক কাটলেন ঠিকই , কিন্তু তাতে কোনও আড়ম্বর ছিল না। পাশে দাঁড়িয়ে মুহাম্মদ শামি, কুলদীপ যাদব ও বাকি ভারতীয় ক্রিকেটাররা। বিসিসিআইয়ের তরফ থেকে টু্ইটে সাইনিকে শুভেচ্ছা জানিয়ে বলা হয়েছে, ‘নভদীপ সাইনি, তোমাকে আরও একটা শুভ জন্মদিনের শুভেচ্ছা। এত বড় দিনটা এবার একটু ছোট্ট করে আয়োজন করো। কেক মাখানো নয়।’
একটি মন্তব্য পোস্ট করুন