পুবের কলম ওয়েব ডেস্কঃ অবশেষে করোনা পরবর্তী সময়ে অস্ট্রেলিয়ায় দর্শকদের অনুমতি মিলল। শুক্রবার ভারত অস্ট্রেলিয়া সিরিজের প্রথম ওয়ানডে তে সিডনি ক্রিকেট গ্রাউন্ডে দর্শক সংখ্যা ছিল বেশ ভালোই। সব টিকিট বিক্রির অনুমতি দেয়নি ক্রিকেট অস্ট্রেলিয়া। তাতেও যে পরিমাণ লোক গ্যালারিতে বসে ভারত অস্ট্রেলিয়া প্রথম ওয়ানডে উপভোগ করলেন তা যথেষ্টই। ম্যাচের প্রতিটা মুহূর্ত উপভোগ করলেন দর্শকরা। উল্লেখ্য আইপিএল সহ ইংল্যান্ড-অস্ট্রেলিয়া সিরিজ কিংবা ওয়েস্ট ইন্ডিজ-ইংল্যান্ড সিরিজ অথবা নিউজিল্যান্ড-পাকিস্তান সিরিজ সহ আইপিএলেও যেখানে দর্শকের অনুমতি ছিল না সেখানে সিডনিই প্রথম করোনা পরবর্তী পর্যায়ে দর্শকদের দরজাটা খুলল।
একটি মন্তব্য পোস্ট করুন