মুম্বই, ৩০ নভেম্বরঃ রাজাতালাব থেকে হাণ্ডিয়া ছয় লেনের বারাণসী এক্সপ্রেসওয়ের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ২৪৪৭ কোটি টাকা ব্যায়ে ৭৪.৬৪ কিলোমিটার মেরঠ থেকে প্রয়াগরাজ পর্যন্ত প্রস্তাবিত গঙ্গা এক্সপ্রেসওয়ে বারাণসীর সঙ্গে সরাসরি যুক্ত হবে। এই হাইওয়ে তৈরি হলে লখনউ-কানপুর-মেরঠ এবং নয়াদিল্লির মধ্যে যাতায়াত সহজ হয়ে যাবে। বিভাগীয় কমিশনার দীপক আগরওয়াল জানান, বেনারসের আশপাশের সমস্ত জেলায় আসা-যাওয়ার হাইওয়েগুলি প্রশস্ত করার কাজ পুরোদমে চলছে।
একটি মন্তব্য পোস্ট করুন