নয়াদিল্লি,২৩ নভেম্বরঃ দেশের সর্বোচ্চ আদালত দিল্লি-সহ দেশের বিভিন্ন রাজ্যের সাম্প্রতিক করোনা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করল। সোমবার সমস্ত রাজ্যকেই বর্তমান করোনা পরিস্থিতি নিয়ে রিপোর্ট দেওয়ার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। বিচারপতি অশোক ভূষণ, আর সুভাষ রেড্ডি ও এম আর শাহের ডিভিশন বেঞ্চ তাঁদের স্বতঃপ্রণোদিত মামলার শুনানীতে বলেন, দেশে করোনা আক্রান্তের সংখ্যা দ্রুত বৃদ্ধির খবর আসছে। গত দু’সপ্তাহে দিল্লির অবস্থা খুবই ভয়াবহ। এই পরিস্থিতিতে আদালত দেশের সমস্ত রাজ্যকেই করোনা সংক্রমণে কি কি ব্যবস্থা নেওয়া হচ্ছে সেই সম্বলিত একটি রিপোর্ট পেশের নির্দেশ দিয়েছে। শুনানীর সময় বিচারপতি ভূষণ দিল্লি সরকারকে প্রশ্ন করে, তারা করোনা পরিস্থিতিতে কি ব্যবস্থা গ্রহণ করেছে। করোনায় আক্রান্তদের চিকিৎসা কীভাবে করা হচ্ছে? দিল্লিতে কি পর্যাপ্ত বেডের ব্যবস্থা রয়েছে?
এর জবাবে দিল্লি সরকার পক্ষের আইনজীবী জানান, দিল্লির সমস্ত হাসপাতালেই করোনা রোগীদের জন্য বেড সংরক্ষণ করা হয়েছে। এরপর বেঞ্চ সরকারকে রোগীদের বর্তমান অবস্থা নিয়ে নিয়ে রিপোর্ট পেশ করার নির্দেশ দেয়। সুপ্রিমকোর্ট এই মামলার পরবর্তী শুনানী আগামী শুক্রবার পর্যন্ত স্থগিত রেখেছে।
একটি মন্তব্য পোস্ট করুন