নয়াদিল্লি, ২৭ নভেম্বরঃ স্বস্তিতে রিপাবলিক টিভির কর্ণধার অর্ণব গোস্বামী।আজ শুক্রবার শীর্ষ আদালত স্পষ্ট করে দিয়েছে, সুইসাইড মামলায় অর্ণব এবং আরও দু’জনকে যে অন্তর্বর্তীকালীন জামিন দেওয়া হয়েছিল তা বহাল থাকবে যতক্ষণ না পর্যন্ত বম্বে হাইকোর্ট এই তিনজনের আবেদন নিষ্পত্তি না করছে। একইসঙ্গে শীর্ষ আদালত আরও বলেছে, বিচার ব্যবস্থাকে এটা সুনিশ্চিত করতে হবে যে, ফৌজদারি আইন যেন বাছাইকরা হয়রানির অস্ত্র না হয়। উল্লেখ্য, এর আগে ১১ নভেম্বর সুপ্রিম কোর্ট অর্ণবের জামিনের আবেদন মঞ্জুর করে বলেছিল, যদি ব্যক্তি স্বাধীনতা খর্ব হয় তাহলে তা ‘ন্যায় বিচারের প্রতি রসিকতা’ হবে।
একটি মন্তব্য পোস্ট করুন