মুম্বই, ৩০ নভেম্বরঃ ২০১৯ এর লোকসভা নির্বাচনে কংগ্রেসের টিকিটে নির্বাচন লড়েছিলেন অভিনেত্রী উর্মিলা মার্তোণ্ডকর। পরে অবশ্য কংগ্রেস ছাড়েন তিনি। সূত্রের খবর, মঙ্গলবার তিনি শিবসেনায় সামিল হচ্ছেন। উদ্ধব ঠাকরের ঘনিষ্ঠ সহযোগী হর্ষল প্রধান রবিবার বলেন, মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে মার্তোণ্ডকর দলে যোগ দেবেন। রাজ্যপাল কোটায় বিধান পরিষদে মনোনয়নের জন্য মার্তোণ্ডকরের নাম রাজ্যপাল বিএস কোশিয়ারির কাছে পাঠানো হয়েছে। গর্ভনরের কোটায় আরও ১১টি অন্য নাম সরকার মনোনয়নের জন্য পাঠিয়েছে।
মার্তোণ্ডকর মুম্বই উত্তর নির্বাচন কেন্দ্র থেকে কংগ্রেসের প্রার্থী হিসেবে ২০১৯ লোকসভা নির্বাচনে হেরে যান। পরে অবশ্য তিনি কংগ্রেস থেকে পদত্যাগ করেন।
একটি মন্তব্য পোস্ট করুন