নয়াদিল্লি, ২৮ নভেম্বরঃ ৮ নভেম্বর শ্যুটিংয়ের জন্য বালাঘাটে আসা অভিনেত্রী বিদ্যা বালান বনমন্ত্রীর ডিনারের আমন্ত্রণ প্রত্যাখান করায় আটকানো হল ফিল্ম প্রোডকাশনের গাড়ি। বালাঘাট দক্ষিণের ডিএফও জিকে বরকড়ে প্রোডাকশন ইউনিটের গাড়ি প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেন। যদিও পরে ঘটনাটি প্রশাসনিক স্তরে পৌঁছানোর পর প্রবেশের অনুমতি দেওয়া।
সূত্রের খবর বলিউড অভিনেত্রী বিদ্যা বালানকে বনমন্ত্রী বিজয় শাহ ডিনারের আমন্ত্রণ জানান। বিদ্যা ডিনারের আমন্ত্রণ প্রত্যা্যূান করার ফলস্বরুপ ডিএফও জিকে বরকড়ে এই পদক্ষেপ নেন বলে মনে করা হচ্ছে। বিদ্যা বালান রোজ ৪০ কিমি দূরের গোদিয়া থেকে শ্যুটিং স্পটে আসতেন। ভরওয়েলি খাদানের সরকারি আবাসে বনমন্ত্রী পৌঁছে বিদ্যার সঙ্গে দেখা করেন এবং ডিনারের আমন্ত্রণ জানান। বিদ্যা গোদিয়াতে ছিলেন। তিনি ডিনারের আমন্ত্রণে না বলেন। ফলস্বরুপ পরেরদিন ইউনিটের গাড়ি আটকে দেওয়া হয়। প্রোডাকশন ইউনিটটিকে ২০ অক্টোবর থেকে ২১ অক্টোবর পর্যন্ত শ্যুটিং-এর অনুমতি দেওয়া হয়েছিল।
একটি মন্তব্য পোস্ট করুন