পুবের কলম প্রতিবেদকঃকরোনা অবহে দীর্ঘদিন বায়ো সিকিউর বাবলে থাকতে থাকতে অতিষ্ঠ হয়ে পড়েছেন অস্ট্রেলিয়ার বাঁহাতি ওপেনার ডেভিড ওয়ার্নার। যার ফলে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর না নেওয়া পর্যন্ত নিজের দেশের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট বিগ ব্যাশ টি-২০ লিগে খেলবেন না বলে জানিয়ে দিলেন ওয়ার্নার। শুধু নিজে না খেলার সিদ্ধান্তই নেননি ওয়ার্নার, তার মতে পরিবার থাকা যেকোন ক্রিকেটার এমন ১২ মাস ধরে বায়ো সিকিউর বাবল ও কোয়ারেন্টাইনে থেকে খেলা চালিয়ে নিতে পারবেন না। আর এ কারণেই অবসরের আগে আর বিগ ব্যাশে না খেলার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। বিগ ব্যাশের প্রথম আসরেই টুর্নামেন্টটির বড় বিজ্ঞাপন ছিলেন ওয়ার্নার। প্রথম আসরে খেলেছেন সিডনি থান্ডারের হয়ে, করেছেন অধিনায়কত্ব। পরে সিডনি সিক্সার্সেও খেলেছেন বাঁহাতি এ ওপেনার। কিন্তু আন্তর্জাতিক সূচির ব্যস্ততায় গত ৭ বছরে একদমই বিগ ব্যাশে খেলেননি ওয়ার্নার। এবার পরিবারের সঙ্গে সময় কাটানোর জন্য বিগ ব্যাশকে আরও লম্বা সময়ের জন্য না করে দিলেন তিনি। অস্ট্রেলিয়া জাতীয় দল থেকে অবসরের পর বিগ ব্যাশে ফিরতেও পারেন ওয়ার্নার।
একটি মন্তব্য পোস্ট করুন