নয়াদিল্লি, ১৫ নভেম্বরঃ টেক্সাসের হাউসটনে ১৯ সেপ্টেম্বর ২০১৯-এ আয়োজিত ‘হাউডি মোদি’ অনুষ্ঠানের পর একটি মামলা রুজু হয়। ভারতীয় সংসদে জম্মু-কাশ্মীরের বিশেষ রাজ্যের মর্যাদা অবলুপ্তিকে চ্যালেঞ্জ করে এই পিটিশন দাখিল হয়। আবেদনকারী মোদি, শাহ এবং লেফট্যান্যান্ট জেনারেল কানওয়াল জিৎ সিং ধিঁলোর বিরুদ্ধে দশ কোটি ডলারের ক্ষতিপূরণ মামলা করেন। ধিঁলো বর্তমানে ‘ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সি’র প্রধান। আমেরিকার দক্ষিণ টেক্সাস ডিস্ট্রিক্ট আদালতের বিচারপতি ফ্রান্সেস এইচ স্টেসি ৬ অক্টোবর নির্দেশে বলেন, ‘কাশ্মীর খালিস্তান রেফরেন্ডাম ফ্রন্ট’ এই মামলা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কিছুই করেনি। শুনানির দু’টি তারিূেও সংগঠনের পক্ষ থেকে কেউ উপস্থিত হননি। এরপরই বিচারপতি এই মামলাকে খারিজ করে দেন।
একটি মন্তব্য পোস্ট করুন