পুবের কলম প্রতিবেদক: নথিপত্র যাচাইয়ের জন্য আবেদনের সময়সীমা বাড়ালো না কলকাতা হাইকোর্ট। মঙ্গলবারই ছিল আবেদনের শেষ তারিখ। এই সময়সীমা বাড়ানোর দাবিতে এদিন কলকাতা হাইকোর্টে মামলা করেছিলেন একাধিক প্রার্থী। তবে উচ্চ আদালতের বিচারপতি অরিন্দম সিনহা সেই আবেদন না শুনলেও আগামী ৩ সপ্তাহের মধ্যে রাজ্যের প্রাথমিক শি ক্ষা পর্ষদকে হলফনামা দেওয়ার নির্দেশ দিয়েছেন।
২০১৪ সালের টেট পরী ক্ষায় ৬ টি প্রশ্ন ভুল থাকায় ২০১৮ সালে প্রার্থীদের নম্বর বাড়ানোর নির্দেশ দিয়েছিলেন বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায়। কিন্তু, সেে ক্ষত্রে যে ১৩৭ জন প্রার্থী মামলা করেছিলেন তারাই এই সুবিধা পেয়েছিলেন। বাকি প্রার্থীদের ক্ষেত্রে তা কার্যকর হয়নি। এদিন এরকমই একাধিক প্রার্থী আদালতে জানান যে তাদের নথিপত্র যাচাইয়ের জন্য আবেদন করার সুযোগ দেওয়ার পাশাপাশি সময়সীমা বাড়ানো হোক। যদিও পর্ষদের আইনজীবীর যুক্তি, ওই সমস্ত প্রার্থীরা যেহেতু টেট উত্তীর্ণ নন তাই তাদের আবেদন গ্রহণযোগ্য নয়। প্রার্থীদের আইনজীবীদের পাল্টা যুক্তি, প্রশ্নভুলের পরিপ্রেিক্ষতে অতিরিক্ত ৬ নম্বর পেলে সেক্ষেত্রে ওই সমস্ত প্রার্থীরা উত্তীর্ণ হয়ে যেতেন। সেক্ষেত্রে ওই প্রার্থীদের নম্বর বাড়বে কি না , তারপরেও তারা আদৌও আবেদনের যোগ্য হবেন কি না সেবিষয়ে পর্ষদকে হলফনামা দেওয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। আগামী ৪ জানুয়ারি মামলার পরবর্তী শুনানির ধার্য করেছে আদালত।
একটি মন্তব্য পোস্ট করুন