পুবের কলম ওয়েব ডেস্কঃ জম্মু ও কাশ্মীরের প্রথম মহিলা বাস চালক হলেন পূজা দেবী। বছর তিরিশের পূজা দেবীর ছোট থেকেই ইচ্ছে ছিল গাড়ি চালানোর, তাই স্থানীয় এক আত্মিয়ের কাছে শেখা এই গাড়ি চালানো। তারপরে তিনি স্থানীয় এক ড্রাইভিং স্কুলে প্রশিক্ষক হিসেবে মাসিক ১০ হাজার বেতনে কাজ করতেন। পরিবারের হাল সামলাতে তিনি এক ধাপ এগিয়ে অর্থ উপার্জনের তাগিদে বেছে নিয়েছেন বাস চালকের কাজকেই। পূজা দেবী জানান যেহেতু বেশি পড়াশোনা করা হয়ে ওঠেনি সুতরাং ভালো লাগার জায়গা থেকেই বেছে নিয়েছেন এই পথ।
তিনি আরও জানান " সমাজের প্রচলিত গন্ডির বাইরে গিয়ে মেয়েরা যদি ট্রেন, এরোপ্লেন চালাতে পারেন তাহলে আমি কেন বাস চালাতে পারবোনা".
নেট দুনিয়ায় পূজা দেবীর বাসচালক হওয়ার খবর ছড়িয়ে পড়ায় পুজা দেবী আজ প্রশংসার পাত্রী।
একটি মন্তব্য পোস্ট করুন