পুবের কলম ওয়েব ডেস্কঃ 'এক বিহারী সাবপে ভারি' প্রায়শই লোকমুখে শোনা যায় এই কথা। এবার সেটার উদাহারণ দেখিয়ে দিল এক বিহারবাসী।বিহারের সিওয়ান থেকে সাইকেল চালিয়ে দিল্লি-হারিয়ানা বর্ডার পৌঁছলেন ৬০বছরের এক বৃদ্ধ।হ্যাঁ প্রায় ১০০০ কিমি সাইকেল যাত্রার উদ্দেশ্যই ছিল নাকি অবস্থানরত কৃষক আন্দোলনে যোগ দেওয়া বলে তিনি সংবাদসংস্থা এএনআই কে জানান।সত্যদেব মাঝি নামক ৬০বছরের ওই বৃদ্ধ এও জানান যে " আমার নিজের জেলা সিওয়ান থেকে এখানে পৌঁছতে আমার ১১ দিন সময় লেগেছে।আমি সরকারকে এই তিনটি কৃষি আইন তুলে নেওয়ার আহ্বান জানাই। আন্দোলন শেষ না হওয়া পর্যন্ত আমি এখানেই থাকব"।
একটি মন্তব্য পোস্ট করুন