ইস্তান্বুল, ২৫ ডিসেম্বরঃ মাটির নীচে বিরাট সোনার খনির সন্ধান মিলল তুরস্কে। প্রত্নতত্ত্ববিদ অনুমান, এখানে প্রায় ৩.৫ মিলিয়ন আউন্স বা ৯৯ টন সোনা থাকতে পারে। বর্তমানে যার বাজারমূল্য প্রায় ৬০০ কোটি ডলার বা ৪,৪১,২৬,৮৮,০০,০০০ টাকা। তুরস্কের মধ্য-পশ্চিমাঞ্চলের সগুত শহরের কাছে এই স্বর্ণখনির সন্ধান মিলেছে। দু-বছরের মধ্যে এই বিপুল পরিমাণ সোনা খনি থেকে উত্তোলন করবে সরকার।
এই সোনা সে দেশের অর্থনীতিকে একধাক্কায় অনেকখানি এগিয়ে দেবে। বুধবার এই খবর চাউর হতে ঘণ্টা খানেকের মধ্যেই শেয়ার বাজার অনেকখানি চাঙা হয়ে যায়। দেশটির খনিজ ও প্রাকৃতিক সম্পদমন্ত্রী ফাতিহ দোনমেজ বলেন, গতবছর ৩৮ টন সোনা উত্তোলন হয়। ২০২৫ সালে এর পরিমাণ বাড়িয়ে বার্ষিক ১০০টন করার লক্ষ্যমাত্রা ধার্য হয়েছে।
একটি মন্তব্য পোস্ট করুন