নয়াদিল্লি, ১৫ নভেম্বরঃ প্রণব মুখোপাধ্যায়ের লেখা ‘দ্য প্রেসিডেন্সিয়াল মেময়ার’ বইটির প্রকাশনা নিয়ে তাঁর পুত্র অভিজিৎমুখোপাধ্যায় এক টু্ইটবার্তায় আপত্তি জানালেন। উনি বলেন, ‘আমি বইটির তথ্যসামগ্রী একবার দেখতে চেয়েছিলেন। বইটি প্রকাশের আগে আমার অনুমতি নেওয়া উচিত।’
প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের লেখা ‘দ্য প্রেসিডেন্সিয়াল মেময়ার’ বইটি প্রকাশনা রদ করার দাবি জানিয়েছেন তাঁর পুত্র। মঙ্গলবার প্রকাশনা সংস্থাকে ট্যাগ করে একটি টু্ইটবার্তায়, আগে বইটি বিষয়বস্তু দেখে তারপর প্রকাশনার দাবি জানান তিনি। তিনি বলেন, আমি প্রণব মুখোপাধ্যায়ের পুত্র হিসেবে আপনাদের পুস্তকটি প্রকাশনা রদ করার আবেদন জানাচ্ছি।
একটি মন্তব্য পোস্ট করুন