পুবের কলম প্রতিবেদক: দেশের ঐক্য ও সংহতি রক্ষার শপথ নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করে আসছে ‘অল ইন্ডিয়া কওমি তানজিম’। স্বচ্ছ ভাবমূর্তি সম্পন্ন ও দেশের সংবিধান প্রতি দায়বদ্ধ যে কেউই ওই সংগঠনের সঙ্গে যুক্ত হতে পারেন। সব ঠিকঠাক থাকলেও মরহুম সাংসদ সুলতান আহমেদের ইন্তেকালের পর পশ্চিমবঙ্গে সেভাবে কোনও কর্মসূচি ছিল তাদের। এবার ফের নতুন করে নিজেদের সাজাতে চলেছে তারা। রবিবার এক সাংবাদিক বৈঠকে এ কথাই জানান সংগঠনের ন্যাশনাল অর্গানাইজিং সেক্রেটারি ও পশ্চিমবঙ্গের আহ্বায়ক মুহাম্মদ আহমদ। রাজ্যের ফের কাজ শুরু করার জন্য পশ্চিমবঙ্গের দায়িত্ব দেওয়া হয়েছে বিশিষ্ট সমাজসেবী জামিল মানজারকে। তাঁকে রাজ্যের সভাপতি হিসাবে মনোনিত করা হয় এদিন। অন্যদিকে কার্যনির্বাহী সভাপতি হিসাবে দায়িত্বে এলেন মালদার হরিশ্চন্দ্রপুরের বিধায়ক মোস্তাক আলম ও উত্তর ২৪ পরগনার বাসিন্দা সমাজসেবী খাজা আহমেদ হোসেন।
এদিন দায়িত্ব নিয়েই জামিল মানজার বলেন, দেশের সকল নাগরিকের ভালোর জন্য আমরা কাজ করব। আগামী এক মাসের মধ্যেই আমরা রাজ্যের পুরো কমিটি গঠন করব। তিনি আরও জানান, ‘নাফরত মিটাও, দেশ বাঁচাও’ শ্লোগানের উপরে ভিত্তি করেই তাঁরা কাজ করবেন। এদিকে সংগঠনের ন্যাশনাল অর্গানাইজিং সেক্রেটারি মুহাম্মদ আহমদ বলেন, যে কোনও রাজনৈতিক দলের নেতা-কর্মী বা সমাজসেবী, সাংবাদিক তাঁদের সঙ্গে যুক্ত হতে পারেন। তবে সংবিধান স্বীকৃত ধর্মনিরপেক্ষতার উপর বিশ্বাসী ও মানুষের কল্যাণে কাজ করার ব্রত থাকতে হবে।
একটি মন্তব্য পোস্ট করুন