নয়াদিল্লি, ২৮ ডিসেম্বর: ফিরোজ শাহ কোটলা অরুণ জেটলির মূর্তি উন্মোচন করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। একই মঞ্চে ছিলেন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়। ছিলেন অমিত পুত্র জয় শাহ, বিজেপি নেতা অনুপ ঠাকুর সহ অনেকে। একই মঞ্চে সৌরভ এবং অমিতের উপস্থিতি জল্পনা বেড়েছে রাজনৈতিক মহলে।
রবিবার রাজ্যপাল জগদীপ ধনকারের সঙ্গে দেখা। তারপরের দিনই দিল্লি উড়ে যাওয়া। বিষয়টিকে যতই সামান্য করে দেখানোর চেষ্টা করুন না কেন মহারাজ, জল্পনা কিন্তু শুরু হয়ে যায় রাজনীতির আঙিনায়। DDCA অনুষ্ঠানে কী হয়, সেদিকে নজর ছিল গোটা বাংলার। সোমবার ফিরোজ শাহ কোটলাতে প্রয়াত কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলির মূর্তি উন্মোচন করা হয়। তাৎপর্যপূর্ণ বিষয় হলো এ দিন এক মঞ্চে দেখা যায় অমিত শাহ ও সৌরভ গাঙ্গুলিকে। দুজনের গলাতেই শোনা গেল প্রয়াত কেন্দ্রীয় মন্ত্রীর ভূয়শী প্রশংসা।
অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিকদের সৌরভ জানান, রাজনীতির কোনও প্রসঙ্গ ওঠেনি। তার কথায়,"অরুণ জেটলি বরাবরই ক্রিকেটার্স পার্সন ছিলেন। ক্রিকেটে একজন প্রশাসকের ভূমিকা যথেষ্ট গুরুত্বপূর্ণ। আমি নিজেও সেটা বুঝেছি।"
একটি মন্তব্য পোস্ট করুন