দেবশ্রী মজুমদার, রামপুরহাট, ৩১ ডিসেম্বর: রামপুরহাট থেকে নলহাটির বিনোদপুর যাওয়ার পথে দূর্ঘটনার জেরে বৃহস্পতিবার সকাল সাড়ে আটটা নাগাদ মৃত্যু এক বৃদ্ধের। বৃদ্ধের নাম মুশারফ আলি (৬২)। বাড়ি রামপুরহাট থানার বিনোদপুর।
মৃতের স্ত্রী গুলবদন বেওয়া জানান, চলতি বছরের ১৪ ডিসেম্বর সন্ধ্যায় মটর সাইকেলে করে নলহাটি আসছিলেন তাঁর স্বামী। আসার পথে কাবিলপুর মোড়ে একটি বেপরোয়া লরি অন্যগাড়িকে ওভারটেক করতে গিয়ে, তার বাইকে ধাক্কা মারে। ফলে মটর বাইক থেকে ছিটকে পড়েন তিনি। তাঁকে উদ্ধার করে রামপুরহাট মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায়, তাঁকে প্রথমে দুর্গাপুর প্রাইভেট হাসপাতাল ও পরে কোলকাতার নার্সিং হোমে ভর্তি করা হয়। তাতেও অবস্থার উন্নতি না হওয়ায়, ফের রামপুরহাটে এক নার্সিং হোম এবং তারপর রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার সকালে তিনি মারা যান।
একটি মন্তব্য পোস্ট করুন